728x90 AdSpace

  • Latest News

    Wednesday, 9 November 2011

    সাতশো কোটিতে পৌঁছল বিশ্ব জনসংখ্যা

    আরও একধাপ এগোল বিশ্ব জনসংখ্যা। পৌঁছল সাতশো কোটিতে। সাতশো কোটিতম 'সিম্বলিক শিশু'টি জন্ম নিয়েছে ভারতেই। উত্তরপ্রদেশের রাজধানী লখনউ-এর দম্পতি অজয়-বিনীতা এই সদ্যোজাত সন্তানের নাম রাখা হয়েছে নার্গিস। একত্রিশে অক্টোবর জনসংখ্যা সাতশো কোটি ছোঁবে বলে আগেই অনুমান করেছিলেন রাষ্ট্রসংঘের জনগণনাবিদরা। যদিও ঠিক কখন সেই মাহেন্দ্রক্ষণ, তা নির্দিষ্ট করে বলতে পারেননি বিশেষজ্ঞেরা। তবে বিশ্ব জনসংখ্যার ইতিহাসে ৩১ অক্টোবরই যে ঐতিহাসিক সেই দিন, তা স্পষ্টভাবেই ইঙ্গিত দিয়েছিলেন জনগণনাবিদেরা। রাষ্ট্রসংঘের জনগণনাবিদদের দাবি মতো দুহাজার পঞ্চাশ সালে বিশ্ব জনসংখ্যা পৌঁছবে নশো তিরিশ কোটিতে। আর এই শতাব্দীর শেষে তা দাঁড়াবে হাজার কোটির কিছু বেশি।
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: সাতশো কোটিতে পৌঁছল বিশ্ব জনসংখ্যা Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top