728x90 AdSpace

  • Latest News

      Sunday, 5 January 2014

      বিয়ের আগে সহবাস অনৈতিক, ধর্ম আদর্শের পরিপন্থী- জানাল আদালত

      বিয়ের আগে সহবাস অনৈতিক, ধর্ম আদর্শের পরিপন্থী- জানাল আদালতবিয়ের আগে সহবাস অনৈতিক বলে জানাল দিল্লির এক আদালত। সেই সঙ্গে বলা হল বিয়ের আগে সহবাস সব ধর্মের ক্ষেত্রেই আদর্শের পরিপন্থী । বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দুই প্রাপ্ত বয়স্কের যে কোনও যৌন সম্পর্কই ধর্ষণ বলে গন্য হতে পারে না বলে রায় দিয়েছে আদালত। 

      একটি বহুজাতিক সংস্থার কর্মীকে ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতি দিতে গিয়ে আদালত এই রায় দিয়েছে।

      দিল্লির অতিরিক্ত দায়রা বিচারক আরও বলেছেন, কোনও মহিলা,বিশেষত তিনি যদি প্রাপ্তবয়স্ক,শিক্ষিত এবং চাকুরিরতা হন তাহলে বিয়ের প্রতিশ্রুতি পেয়ে সহবাস করছেন মানে নিজে থেকেই ঝুঁকি নিয়ে তা করছেন। 

      এধরনের কোনও মহিলা যদি তাঁর পুরুষবন্ধু বা সহকর্মীর সঙ্গে ভবিষ্যতে বিবাহের প্রতিশ্রুতি পেয়ে যৌন সম্পর্ক স্থাপন করেন এবং পরে ওই প্রতিশ্রুতি পালিত না হলে তাকে ধর্ষণ বলে গন্য করা যায় না। এধরনের প্রাক-বিবাহ সম্পর্ক স্থাপনের আগে অবশ্যই তার ফলাফল সম্পর্কে ওয়াকিবহাল থাকা উচিত। কারণ, তাঁর বন্ধু যে কথার খেলাপ করবেন না এরকম কোনও নিশ্চয়তা এক্ষেত্রে থাকে না।

      • Blogger Comments
      • Facebook Comments

      0 comments:

      Post a Comment

      Item Reviewed: বিয়ের আগে সহবাস অনৈতিক, ধর্ম আদর্শের পরিপন্থী- জানাল আদালত Rating: 5 Reviewed By: Unknown