728x90 AdSpace

  • Latest News

    Sunday, 5 January 2014

    রাস্তায় নেমে পড়া বিমান ট্রাফিক সিগন্যাল সবুজ হতেই গাড়ির পাশে হাঁটতে শুরু করল

    রাস্তায় নেমে পড়া বিমান ট্রাফিক সিগন্যাল সবুজ হতেই গাড়ির পাশে হাঁটতে শুরু করলকদিন আগেই মধ্যপ্রদেশের বেতুলের রাস্তায় দুর্ঘটনা এড়াতে নেমে পড়েছিল একটি চার আসনের বিমান। এবার একই ঘটনা আমেরিকায়। আমেরিকার নিউইয়র্ক এক্সপ্রেস ওয়েতে ব্যস্ত রাস্তায় নেমে পড়ল একটি ছোট্ট বিমান। 

    ব্রোনক্সের ব্যস্ত রাস্তায় বিমান নেমে পড়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। ট্রাফিক সিগন্যাল গ্রিন হতেই গাড়ির সঙ্গে সঙ্গে চলতে থাকে এই বিমানটি। ছোট বিমানটিতে পাইলট ছাড়াও দুই মহিলা যাত্রী ছিলেন। তবে বিমানটির কোনও ক্ষতি হয়নি। পাইলট বা যাত্রীদের কারোর চোটও গুরুতর নয়। তবে ঠিক কী কারণে বিমানটি জরুরি অবতরণ করল তা খতিয়ে দেখা হচ্ছে।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: রাস্তায় নেমে পড়া বিমান ট্রাফিক সিগন্যাল সবুজ হতেই গাড়ির পাশে হাঁটতে শুরু করল Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top