ব্রোনক্সের ব্যস্ত রাস্তায় বিমান নেমে পড়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। ট্রাফিক সিগন্যাল গ্রিন হতেই গাড়ির সঙ্গে সঙ্গে চলতে থাকে এই বিমানটি। ছোট বিমানটিতে পাইলট ছাড়াও দুই মহিলা যাত্রী ছিলেন। তবে বিমানটির কোনও ক্ষতি হয়নি। পাইলট বা যাত্রীদের কারোর চোটও গুরুতর নয়। তবে ঠিক কী কারণে বিমানটি জরুরি অবতরণ করল তা খতিয়ে দেখা হচ্ছে।
রাস্তায় নেমে পড়া বিমান ট্রাফিক সিগন্যাল সবুজ হতেই গাড়ির পাশে হাঁটতে শুরু করল
ব্রোনক্সের ব্যস্ত রাস্তায় বিমান নেমে পড়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। ট্রাফিক সিগন্যাল গ্রিন হতেই গাড়ির সঙ্গে সঙ্গে চলতে থাকে এই বিমানটি। ছোট বিমানটিতে পাইলট ছাড়াও দুই মহিলা যাত্রী ছিলেন। তবে বিমানটির কোনও ক্ষতি হয়নি। পাইলট বা যাত্রীদের কারোর চোটও গুরুতর নয়। তবে ঠিক কী কারণে বিমানটি জরুরি অবতরণ করল তা খতিয়ে দেখা হচ্ছে।
0 comments:
Post a Comment