অঞ্জন দত্ত পরিচালিত ২০১০ সালের ছবি `ব্যোমকেশ বক্সী` ও নতুন ছবি `আবার ব্যোমকেশ` একই সঙ্গে মুক্তি পাচ্ছে ২৩ মার্চ। `ব্যোমকেশ বক্সী`কে পুনরায় রিলিজ করানোর জন্য নতুন ব্যোমকেশের মুক্তির দিনকেই কেন বেছে নেওয়া হয়েছে সে নিয়ে ইতিমধ্যেই তৈরী হয়েছে জল্পনা।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের `আদিম রিপু` গল্প অবলম্বনে তৈরী হয়েছিল ২০১০ সালের `ব্যোমকেশ বক্সী`। বক্স অফিসে যথেষ্ট সাফল্য পেয়েছিল এই ছবি। কিন্তু পুনরায় একই দিনে জোড়া ব্যোমকেশ মুক্তির কারণ কী! সে বিষয়ে ছবির পরিচালক অঞ্জন দত্ত জানিয়েছেন "ছবি পরিচালনার দায়িত্ব আমার কিন্তু ছবি রিলিজের ব্যাপারে প্রযোজকের সিদ্ধান্তই চূড়ান্ত। আর একই দিনে দুটো ছবি রিলিজ করলে তো ভালই। দর্শক একই দিনে দুই ব্যোমকেশকে একসঙ্গে দেখতে পাবে।" কৌস্তুভ রায় কিন্তু এ বিষয়ে মুখ খোলেননি। ছবি মুক্তির পর শনিবারই তিনি এ বিষয়ে জানাবেন বলে জানা গিয়েছে।
২৪ ঘন্টাকে দেওয়া সাক্ষাতকারে ছবির পরিচালক অঞ্জন দত্ত জানিয়েছেন, "আবার ব্যোমকেশের কাজ নিয়ে আমি সন্তুষ্ট। প্রথম ব্যোমকেশে কিছু ত্রুটি ছিল। কিন্তু আবার ব্যোমকেশ নিখুঁত।" ছবির বক্স অফিস সাফল্য নিয়েও তিনি যথেষ্ট আশাবাদী। `আবার ব্যোমকেশ`এর জন্য রইল অনেক শুভেচ্ছা।
0 comments:
Post a Comment