728x90 AdSpace

  • Latest News

    Wednesday, 21 March 2012

    রানির জন্মদিন



    পঁয়ত্রিশে পা দিলেন বলিউডের রানি। এক দশক বলিউডের ছবিতে একচেটিয়া অভিনয় করেছেন তিনি। সাবলীল অভিনয় দক্ষতার জন্য বহুবার প্রশংসিত হয়েছেন এই বাঙালি অভিনেত্রী।

    `বিয়ের ফুল` বাংলা ছবিতে যাত্রা শুরু রানির। ১৯৯৭ সালে `রাজা কি আয়েগি বারাত` ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন তিনি। বলি-কেরিয়ারের শুরুতেই করণ জোহরের `রমকম` ছবি `কুছ কুছ হোতা হ্যায়`তে কাজলের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে দর্শকদের মন কেড়েছিলেন। ছবিতে কাজলের আলোকচ্ছটা সত্ত্বেও সুযোগমতো নিজের `ট্যালেন্ট` দেখিয়ে চমকে দিয়েছিলেন রানি। এর পর ২০০৫ সালে শাহরুখ-রানি জুটির `পহেলি` ছবিটি বক্স অফিসে সফল না-হলেও ভারত থেকে অস্কারের জন্যও পাঠানো হয়েছিল।

    বলিউডের তিন খানের সঙ্গে অভিনয় করে টিনসেল টাউনে মোটামুটি জাঁকিয়ে বসেছিলেন রানি। `কুছ কুছ হোতা হ্যায়`, `হে রাম`, `চলতে চলতে`, `বীরজারা`, `কাভি আলবিদা না কেহনা`র মতো ছবিগুলো শাহরুখের বিপরীতে রানিকে রাজকীয়ভাবেই বরণ করে নিয়েছিল সবাই। আমির খানের বিপরীতে `গুলাম` ছবিতে এবং `হ্যালো ব্রাদার` ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করে বলিউডকে নিজের দখলে রেখেছিলেন রানি। এরপর একের পর এক ছবিতে নতুন নতুন ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। `সাথিয়া` ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ারের মঞ্চে সেরা অভিনেত্রীর `ক্রিটিক্স` অ্যাওর্য়ড-সহ সেই বছরের বহু পুরস্কার জিতে নিয়েছিলেন তিনি।

    ২০০৫ সালে তিনি ৪টি বড় ব্যানারের ছবিতে অভিনয় করেছিলেন তিনি- সঞ্জয় লীলা বনসালির `ব্ল্যাক`, শাদ আলির `বান্টি অওর বাবলি`, আমোল পালেকরের `পহেলি` ও কেতন মেহতার `মঙ্গলপান্ডে-দ্যা রাইসিং`। `ব্ল্যাক`-এ রানির অভিনয় সকলের মনে দাগ ফেলেছিল। ছবিটি সমালোচক ও দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করে। সেই বছরের সেরা অভিনেত্রীর সমস্ত পুরস্কার জিতে নতুন নজির গড়েছিলেন রানি।

    বেশ কিছু সময় ধরে দর্শকদের `হিট` ছবি দিতে ব্যর্থ হয়েছিলেন এই বাঙালি নায়িকা। ২০১১ সালে `নো ওয়ান কিল্ড জেসিকা` ছবিতে সাংবাদিকের চরিত্রে অভিনয় করে ফের বলিউডে নিজের খুঁটি মজবুত করেছেন তিনি।

    চলতি বছরে মুক্তি পাবে রীমা কাগতি পরিচালিত ছবি `তালাশ`। আমির খান ও করিনা কাপুরের সঙ্গে `স্ক্রিন শেয়ার` করবেন রানি। তলাশেই রানির সাফল্যের তলাশ শেষ হয় কি না, জানতে উত্‍সাহী ভক্তরা। ইতিমধ্যেই এই ছবি ঘিরে দর্শকদের উত্‍সাহ তুঙ্গে। জন্মদিনে রানির জন্য রইল অনেক শুভেচ্ছা ও তাঁর আগামী ছবির জন্য শুভকামনা।
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: রানির জন্মদিন Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top