আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে, আয়-ব্যয়ে ভারসাম্য রাখতে বেশ কিছু দ্রব্যের দাম বাড়ালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। পেট্রোলের দামের উপর থেকে ইতিমধ্যেই নিয়ন্ত্রণ তুলে নিয়েছে কেন্দ্র। এবার পেট্রোপণ্যের উত্পাদন শুল্ক বাড়িয়ে ১০ শতাংশ করার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী। ফলে দাম বাড়তে পারে পেট্রোপণ্যের। তবে ভারতে ছোট গাড়ির বাজার গত কয়েক বছর বেশ ভালো হওয়ায়, গত বারের মতো এবারের বাজেটেও শুধুমাত্র বড় গাড়ির উপর উত্পাদন শুল্ক বাড়ানো হল। এবছর বড় গাড়ির উত্পাদন শুল্ক বেড়ে ২৭ শতাংশ করা হয়েছে। ফলে দাম বাড়ছে বড় গাড়ির। অন্যদিকে, দাম কমছে চিনি ও কফির। ইউরিয়া বাদে সব সারের উপর আমদানি শুল্ক হ্রাস করার কথা বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী। রেডিমেড পোশাকের দাম এবারও বাড়ানো হল। এলইডি, এলসিডি যন্ত্রাংশের দাম কমছে। যদিও শুল্ক বাড়ার জন্য সামগ্রিকভাবে টিভি ও রেফ্রিজারেটরের দাম বাড়বে বলেই মনে করা হচ্ছে। বিগত বছরগুলিতে হু-হু করে বেড়েছে সোনা, প্ল্যাটিনামের দাম। এবছরেও তার অন্যথা হচ্ছে না। সোনা, প্ল্যাটিনাম, হিরের দাম আরও বাড়তে পারে। এছাড়া বিমানের যন্ত্রাংশ ও টায়ারের দাম বাড়ায়, বাড়তে পারে বিমান ভাড়া।
এক নজরে কোন কোন দ্রব্যের দাম কমল ও বাড়ল
বাড়ছে
১. বড় গাড়ি
২. রেডিমেড পোশাক
৩. টিভি, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার
৪. সোনা, প্ল্যাটিনাম, হিরে
৫. ব্র্যান্ডেড জুয়েলারি
৬. ফোনের বিল, রেস্তোঁরা
৭. বিমানের যন্ত্রাংশ ও টায়ার
৮. মোটরবাইক
৯. সব রকম তামাকজাতীয় দ্রব্য
১০. ব্র্যান্ডেড জুয়েলারি
কমছে
১. চিনি, কফি
২. বাইসাইকেল
৩. ক্যান্সার ও এইডস-এর ওষুধ
৪. মোবাইল
৫. রুপোর গয়না
৬. এলসিডি, এলইডি-র যন্ত্রাংশ
এক নজরে কোন কোন দ্রব্যের দাম কমল ও বাড়ল
বাড়ছে
১. বড় গাড়ি
২. রেডিমেড পোশাক
৩. টিভি, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার
৪. সোনা, প্ল্যাটিনাম, হিরে
৫. ব্র্যান্ডেড জুয়েলারি
৬. ফোনের বিল, রেস্তোঁরা
৭. বিমানের যন্ত্রাংশ ও টায়ার
৮. মোটরবাইক
৯. সব রকম তামাকজাতীয় দ্রব্য
১০. ব্র্যান্ডেড জুয়েলারি
কমছে
১. চিনি, কফি
২. বাইসাইকেল
৩. ক্যান্সার ও এইডস-এর ওষুধ
৪. মোবাইল
৫. রুপোর গয়না
৬. এলসিডি, এলইডি-র যন্ত্রাংশ
0 comments:
Post a Comment